কুমিল্লায় উচ্চ ফলনশীল বিনাধান-১৯ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

470

মাঠ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি বিটেস্বর ব্লকে উচ্চ ফলনশীল বিনাধান-১৯ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসলের জাত উন্নয়ন কর্মসূচির অর্থায়নে গত ৩ আগস্ট উপসহকারী কৃষি অফিসার মো. জাবিউল্লার পরামর্শে, কৃষক অনিল চন্দ্র দাসেরর জমিতে এ জাত উৎপাদনের মাধ্যমে এ মাঠ দিবস করা হয়।

অল্প পরিমাণ জমিতে অধিক ধান উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তোলাই মাঠ দিবসের উদ্দেশ্য।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান দেন, কৃষিবিদ ড. বীরেশ কুমার গোস্বামী, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা)।

সভাপতিত্ত্ব করেন- কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল; কৃষিবিদ মো. মঞ্জুরুল আলম মন্ডল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা); কৃষিবিদ মোসা. সিফাতে রাব্বানা খানম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা; কৃষিবিদ মো. সরোয়ার জামান, উপজেলা কৃষি অফিসার, দাউদকান্দি, কুমিল্লা; কৃষিবিদ মো. আসিফ ইকবাল, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল।

স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ মো. আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। সঞ্চালনা করেন- কৃষিবিদ কাজী তাহামিনা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন