পাবনার যে কোরবানির পশুর হাটে খাজনা দিতে হয় না ক্রেতা-বিক্রেতাদের

385

পাবনায়-গরুর-হাটশাবলু শাহাবুদ্দিন, পাবনা থেকে: জমে উঠেছে পাবনার সদর উপজেলার তারাবাড়িয়া বাজারের গরু-ছাগলের হাট। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দূর দূরান্ত থেকে ক্রতা ও বিক্রেতারা এসে ভিড় করছে হাটে।

সপ্তাহে বুধবার এবং রোববার দুই দিন এই হাট বসে। তবে রোববার হল মূল হাটের দিন। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে বেচাকেনা।

গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ নানান ধরনে কোরবানির পশু হাটে পাওয়া যাচ্ছে। মাঝারি ধরনের গরু সর্বনিম্ন ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এবং মাঝারি সাইজের ছাগল বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত।

হাট কর্তৃপক্ষ বলেছে, ঈদ উপলক্ষে খাজনা না নেওয়ায় হাটে ক্রেতা সমাগম বেশি হচ্ছে। এছাড়া হটে দেয়ো হচ্ছে বিশেষ নিরাপত্তা।

এদিকে ক্রেতা-বিক্রতারাও বলছেন একই কথা। খাজনাবিহীন এই হাট চলবে পবিত্র ঈদের দিন পর্যন্ত।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন