নড়াইল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। শেষ সময়ে কোরবানির পশুর যত্ন ও নায্য মূল্যের আশা করছেন তারা।
খামারিরা জানালেন, প্রাকৃতিক নিয়মে সাভাবিক খাবারে দিয়ে দেশি ছোট ও মাঝারি সুস্থ সবল গরুর প্রস্তুত করছেন। সঠিক উপায়ে (বৈধ পন্থায়) গরু মোটা তাজাকরণে খামারিদেরকে সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানালেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর নড়াইলে কোরবানি উপলক্ষে ২২ হাজার গরু ও ৯ হাজার ছাগল প্রস্তুত করা হয়েছে। জেলায় ছোট বড় প্রায় অর্ধশত গরুর খামার রয়েছে।এ ছাড়া অনেক গৃহস্থ পরিবারও কোরবানি উপলক্ষে ২/১টি গরু পালন করছেন।
খামারিরা জানালেন, বাজারে দেশি ছোট ও মাঝারি সুস্থ সবল গরুর চাহিদা বেশি। তাই তারা সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক নিয়মে খড়, খৈল,ভূসি,ঘাস খাইয়ে তারা দেশী ছোট ও মাঝারি গরু পালন করেছেন। বাজার দর এ ভাবে থাকলে নায্য মূল্যের আশা করছেন তারা।
প্রাকৃতিক নিয়মেই এখানকার খামারিরা কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন এবং খামারিদের সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানালেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকমস/এম