শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রোববার সকালে উপজেলার ডাকবাংলো চত্ত্বরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি প্রমুখ।
তিনদিন ব্যাপী মেলায় দেশী বিদেশী ফলদ বনজ ও ওষুধী বৃক্ষের ১১টি স্টল স্থাপন করা হয়েছে। এর আগে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ