নাটোরে আগামী অর্থ বছরের জন্যে নাটোর চিনিকল এলাকার আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় মিলগেট সাবজোন এলাকার হুগোলবাড়িয়াতে এ কর্যক্রম শুরু হয়।
যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুক এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (সি এ আই এস, সদর দপ্তর) মীর মিরাজ আলী।
এ সময় নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী অর্থ বছরে নাটোর চিনিকল এলাকায় ১৮ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বারো হাজার কৃষককে বীজ, সার, সেচ সহায়তা বাবদ প্রায় সাত কোটি টাকা ঋণ বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের আদর্শ আখচাষী কামাল উদ্দিনের এক একর জমিতে ঈশ্বরদী বিএসআরআই-৪৫ জাতের আখের বীজ রোপণ করা হয়। পরে অতিথিরা পর্যায়ক্রমে মিলগেট সাবজোনের পন্ডিতগ্রাম এলাকায় ঈশ্বরদী বিএসআরআই-৪৬ এবং বাসুদেবপুর সাবজোন এলাকার নশরতপুর এলাকায় ঈশ্বরদী-৩৯ জাতের আখের বীজ রোপণ করেন।
মাঠের আখ রোপণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রুস্তম আলী, উপ-মহাব্যবস্থাপক তারেক ফরহাদ, সাবজোন প্রধান মনজুর কাদির এবং আব্দুল কুদ্দুস প্রমুখ।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ