বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার আয়োজনে ‘ফলদ বৃক্ষরোপণ পক্ষ ২০১৯’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ হয়।
বৃহস্পতিবার কুমিল্লা নোয়াপাড়া, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফলের চারা বিতরণ করেন- ড. মো. ওবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। তিনি ফলের চারা বিতরণের পূর্বে ফল ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখেন। বিজ্ঞান সম্মত উপায়ে কিভাবে ফল বৃক্ষের যত নিতে হয় এ সম্পর্কে সবাইকে অভিজ্ঞতা বিনিময় করেন।
এ সময় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান; বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি কুমিল্লার কৃষিবিদ তাহেরা তাসমিমা, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী সকল শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ