গরুর উদরাময় বা পাতলা পায়খানায় জেনে নিন কি করবেন!

12094

গরু

গরুর উদরাময় রোগ খামারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগটি গরুর পাতলা পায়খানা, পেটনামা ও পেটকামড়ানী নামেই পরিচিত। এই রোগ বিভিন্ন ধরনের সংক্রামক জীবনু দ্বারা সৃষ্টি হয়ে থাকে।

রোগের লক্ষণ
১। আক্রান্ত পশু খাবার হজম করতে পারে না।

২। পশু ঘন ঘন পাতলা পায়খানা করে।

৩। আক্রান্ত পশুর পেটে ব্যাথা থাকে।

৪। পশুর পায়খানার সাথে মল ও রক্ত আসতে পারে ও পায়খানা অনেক সময় দূগন্ধ হয়ে থাকে।

৫। আক্রান্ত পশুর পেটের চামড়া কুঁচকে যায়।

৬। সময় মতো চিকিৎসা না করলে বা দীঘ’ সময় নিলে পশুর শরীলে পানি শূন্যতা দেখা দিতে পারে।

৭। আক্রান্ত পশুর কান ঝুলে পড়ে।

৮। পশু দূব’ল হয়ে পড়ে এমন কি পশু মারা ও যেতে পারে।

রোগের চিকিৎসা
রোগ ধরা পরলে Tab _Sulpha 3/ Sulphadin/ Sulfamide 3 দিতে হবে।

সকাল, বিকাল ও পরদিন সকালে ৩ ডোজ।

গর্ভকালীন সময়েও এগুলো নিরাপদ প্রতি ৩৫ কেজি ওজনে ১ টি ট্যাবলেট।

এর সাথে Pow : Biogut প্রতি ১০০ কেজি ওজনে ১০ গ্রাম ও পানিস্বল্পতার কারণে স্যালাইন Electromin or Glucolyte Vet

প্রয়োজনে সাথে জিংক ও দিতে পারেন পরিমান মতো ।

সুতরাং রোগ বড় কিংবা ছোট হোক অবহেলা করবেন না। প্রয়োজনে ভেট ডাক্তার ডাকুন ও পরামর্শ নিয়ে চিকিৎসা করুন।

খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত রাখুন, বেঁচে থাকুক খামারীদের স্বপ্ন গুলো, টিকে থাকুক স্বপের খামার।

আরও পড়ুনঃ ছাগলের একসঙ্গে আট বাচ্চা প্রসব

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ