গাজীপুরে কোটি টাকার ভেজাল ওষুধসহ মালিক গ্রেফতার

298

ভেজাল

গাজীপুরে প্রায় এক কোটি টাকার ভেজাল ওষুধসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর ভূরুলিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ওষুধ ও মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কারখানার মালিক রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের রাব্বানী ও পশ্চিম ভূরুলিয়ার আবদুস সালাম।

বুধবার জিএমপির ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন সরকার এ তথ্য জানান।

চক্রটি অনুমোদন ছাড়াই মানুষের ও পশু-পাখির বিভিন্ন ওষুধ এক সাথে তৈরি করছিল। পরে তা সারা দেশে বাজারজাত করা হত।

ওষুধগুলো হল রক্ত শুদ্ধিকরণ বটিকা, চর্মরোগের মলম, যৌনশক্তি বৃদ্ধিকরণ বটিকা, চুলপড়া বন্ধের তেল, হাঁস-মুরগি-কবুতরের কলেরা, বসন্ত, রানীক্ষেত ও প্লেগ।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ