বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন জাতের চেরি টমেটো উদ্ভাবন

1458

চেরি-টমেটো

বাজারে নানা জাতের টমেটো খাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছে নতুন জাতের চেরি টমেটো। সম্প্রতি জাতীয় বীজ বোর্ড নতুন এই জাতের প্রত্যয়নপত্র দিয়েছে।

উদ্ভাবিত নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘বিইউ চেরি টমেটো-১’। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মেহফুজ হাসান সৈকতের নেতৃত্বে পরিচালিত গবেষণায় কীটতত্ত্ব বিভাগের প্রফেসর আহসানুল হক স্বপন, কারিগরি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও এমএসের কয়েকজন শিক্ষার্থী যুক্ত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া বলেন, উদ্ভাবিত এ নতুন জাতের চেরি টমেটোর চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে, মানুষ এ থেকে উপকৃত হবে।

তিনি আরও বলেন, এ টমেটো দেখতে আকর্ষণীয়, খেতে সুস্বাদু এবং বাচ্চাদের খুবই পছন্দ। এছাড়া দেশে উদ্ভাবিত চেরি টমেটোর মধ্যে এটিই সবেচেয়ে বেশি ফলনশীল। আকারে ও গুণমানে অনন্য পুষ্টিসমৃদ্ধ। এই জাতের টমেটোর রং, আকৃতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য টমেটোর চেয়ে বেশি।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ