আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই কিন্তু ঔষধী গাছ লাগাতে চাই না। তাই ঔষধী গুণসম্পন্ন গাছের উৎপাদন কৌশল শেখাতে গতকাল ১৫ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অর্জুন, অর্শগন্ধা, ঘৃতকুমারী এসব ঔষধী গুণসম্পন্ন গাছের শতমূলী চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩০জন কৃষককে (নারী-পুরুষ) নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ’র সভাপতিত্বে প্রশিক্ষণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম. ফেরদৌস। এ সময় আরোও বক্তৃতা দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শওকত ওসমান ও উপজেলা সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমূখ। পরে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নার্সারী মালিকগণ।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ