ডেইরি ফার্ম করার জন্য সেনাবাহিনীকে ২ হাজার একর জমি হস্তান্তর

489

ডেইরি

দুধ ও মাংসের উৎপাদন ঘাটতি মেটাতে পদ্মাসেতু এলাকায় বালু ফেলার জন্য অধিগ্রহণ করা ২ হাজার ১৫৮ একর জমি ডেইরি ফার্ম করার জন্য সেনাবাহিনীকে দেয়া হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার রাজধানীর সেতু ভবনে সেনাবাহিনী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে সই করেন সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. রেজাউল হায়দার ও সেনাবাহিনীর পক্ষে সই করেন সেনা সদর দপ্তরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরের (কিউএমজি শাখা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ।

প্রাথমিকভাবে সাত হাজার গরু নিয়ে এই ফার্ম চালু হবে। যেখানে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার লিটার দুধ উৎপাদন হবে। এছাড়া প্রতি বছর ৫ লাখ ৪০ হাজার কেজি মাংসের যোগান দেয়া হবে এই ফার্ম থেকে। এসব পণ্যের ৭৫ শতাংশ খোলা বাজারে বিক্রি করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সেতু নির্মাণের পর যে ২ হাজার ১৫৮ একর জায়গা অবশিষ্ট থাকবে, তা সুষ্ঠু ব্যবহারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেখানে কম্পোজিট মিলিটারি ফার্ম করবে সেনাবাহিনী। এ প্রকল্পে সাত হাজার প্রাণীর ডেইরি ফার্ম স্থাপনের মাধ্যমে প্রতিদিন ৬০ হাজার লিটার দুধ ও বছরে ৫ লাখ ৪০ হাজার কেজি মাংস উৎপাদন করা হবে। এতে দেশে আমিষের ঘাটতি পূরণ হবে।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকার সেনাবাহিনীর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবো। সেনাপ্রধান হিসেবে এটা আপনাদের আশ্বস্ত করছি।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ