মানসম্পন্ন বীজ ব্যবহারে বেশী ফসল আসবে ঘরে

1338

%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের শতকরা ৬০-৭০% লোকই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশে উৎপাদিত বিভিন্ন ফসল অর্থনৈতিক উন্নতি ও খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখে। কৃষিকাজে বীজ একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ উপকরন। মানসম্পন্ন এবং আধুনিক জাতের বীজ ব্যবহার করে এককভাবে ফসলের ১৫-২০% উৎপাদন বৃদ্ধি সম্ভব। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত সমস্যা মোকাবেলায় আধুনিক জাতের বীজ ফসল উৎপাদনে সহায়ক। তাই উৎপাদন বৃদ্ধিতে মানসম্পন্ন বীজ এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরন সময়মতো ও যথাযথভাবে ব্যবহার করা প্রয়োজন। বীজ সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল-

বীজের স্রেণী:
ফসল উৎপাদনের জন্য বীজ একটি প্রধান উপকরন। মানসম্পন্ন বীজে ভালো ফসল উৎপাদন হবে, ভালো ফসলে ফলন ভালো হবে। ফলন ভালো হলে কৃষকের আয় বেশী হবে এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভোবান হবেন।

বাংলাদেশ সরকার (বীজ বিধি ১৯৯৮ এর ৯ ধারা) বীজকে চারটি শ্রেণীতে ভাগ করেছে:

১। মৌল বা প্রজনন বীজ।
২। ভিত্তি বীজ।
৩। প্রত্যয়িত বীজ।
৪। মান ঘোষিত বীজ।

চলবে…….

সূত্রে: ইউএসএআইডি