বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন

384

সুন্দরবন

বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে গিয়ে বাধার মুখে পরে বুলবুল। দূর্বল হয়ে গেছে প্রলয়ঙ্কারী হুঙ্কার দিয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল। তার সম্মুক্ষে বাধার প্রচীর হয়ে দাড়ায় মহাপ্রাণ সুন্দরবন। সুন্দরবণের সাথের লড়াই করতে করতেই ক্রমেই দূর্বল হতে থাকে বুলবুল। রোববার এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুলবুলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রোববার সকালে সংবাদ সম্মেলণ করে আবহাওয়া অধিদপ্তর। এই সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ঘূর্ণিঝড়ের তিন দিকেই জুড়েই ছিলো সুন্দরবন জুড়ে। সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ের নিজস্ব শক্তিও কমে আসে। এ কারণে উপকূল অতিক্রম করতে গিয়ে ঘূর্ণিঝড়ের দীর্ঘক্ষণ সময় লেগেছে। ফলে পূর্ণ শক্তি নিয়ে বুলবুল বাংলাদেশের স্থলভাগে আঘাত করতে পারেনি।’

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘ ঘূর্ণিঝড় বুলবুল যে গতিতে আসার কথা ছিল, সেই গতিতে আসেনি। যখন ঘূর্ণিঝড় জলভাগের ওপর দিয়ে চলে, সেই জলভাগ ঘূর্ণিঝড়ের ওপর তেমন শক্তি প্রয়োগ করতে পারে না। কিন্তু স্থলভাগে প্রবেশের পরই গাছ, স্থাপনার বাধা পায়। এগুলোর সঙ্গে সবসময় সংঘর্ষে লিপ্ত হয় ঘূর্ণিঝড়, বাধা প্রাপ্ত হয়; এ কারণে ওর মধ্যে রিটার্নিং ফোর্সের (বিরোধী শক্তি) কারণে গতি আস্তে আস্তে কমে যায়।’

বুলবুলের একদিকে ছিলো পশ্চিমবঙ্গ আর তিনদিকেই ছিলো সুন্দরবন। সুন্দরবনের কারণেই ঘূর্ণিঝড়টি দূর্বল হয়েছে। ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ