আবারো প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি ডা. আইনুল

378

75398275_941954872845577_2142527895690543104_n

বরাবরের মত প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ে রদবদল, কিন্তু আবারো ডিজি ডা. আইনুল হয়েছেন। এছাড়াও উচ্চস্তরের প্রশাসনিক পদে বেশ রদবদল হয়েছে। গতকাল বৃহস্পতিবার অধিদফতরটির প্রশাসনিক পদে রদবদলের চিঠি পান সংশ্লিষ্টরা কর্মকর্তারা।

গতকাল প্রাণিসম্পদ অধিধফতরের মহাপরিচালক (ডিজি) ডা. হীরেশ রঞ্জন ভৌমিক অবসর নেন। এর ফলে পুনরায় মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা. মো. আইনুল হক।

উপপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এ.কে.এম আতাউর রহমান, তিনি এর আগে প্রাণিসম্পদ অর্থনীতিবিদ হিসেবে দায়িত্বরত ছিলেন। ডা. মোঃ হাসান ইমাম উপপরিচালক (বাজেট) হিসেবে দায়িত্ব পেয়েছেন, তিনি পূর্বে উপপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও অবসরজনিত কারণে প্রাণিসম্পদ অধিদফতরে বেশ কিছু পদে শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পনুরায় মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ডা. মো. আইনুল হক বলেন, তিনিও খুব বেশিদিন থাকবেন না পদটিতে। চলতি মাসেই তার বয়স শেষ হতে যাচ্ছে। নতুন দায়িত্বরতরা ভালোভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সবার। সবাইকে অভিনন্দন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ