সৌদির বাজারে পিয়াজের কেজি ২৫ বাংলাদেশে ২০০

302

পেয়াজ

পিয়াজের ঝাঁজ দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রবাসেও। পিয়াজের এই লাগামহীন মূল্যে উষ্মা প্রকাশ করেছেন প্রবাসীরা। অনেকেই পিয়াজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সট্রাগ্রাম এবং টুইটারে মতামত প্রকাশ করছেন। কেউ কেউ করছেন ট্রল আবার কেউবা ব্যক্ত করছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

সৌদি আরবে খুচরা বাজারে পিয়াজের কেজি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রিয়াদের কয়েকটি সুপার মার্কেট ঘুরে এই চিত্র দেখা গেছে।

রান্নার কাজে ব্যবহৃত অতিপ্রয়োজনীয় মসলা জাতীয় এই খাদ্য পণ্যটি খোলা এবং বস্তায় করে বিক্রি করা হচ্ছে। খোলা পিয়াজ প্রতি কেজি ১ রিয়াল ৭০ হালালা ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ৩-৪ কেজি ওজনের একেকটি বস্তা বিক্রি হচ্ছে ৫-৬ রিয়ালে।

সেখানে বস্তা প্রতি এই পিয়াজের মূল্য দাঁড়ায় ২৫-৩০ টাকায়। সৌদি আরবের বাজারে যে পিয়াজ পাওয়া যায় এসব পিয়াজ আমদানি করা হয়ে থাকে ভারত, পাকিস্তান, মিসর এবং চীনসহ পিয়াজ উৎপাদনকারী অন্যান্য দেশ থেকে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ