অন্যতম বিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস’র আইইউবিএটি’তে যোগদান

300

Untitled-1-Recovered-1911161321

আইইউবিএটি’তে প্রফেসর হিসেবে যোগদান করেছেন বাংলাদেশের অন্যতম কৃষিবিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস। গত বুধবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তে প্রফেসর হিসেবে তিনি যোগদান করেন।

তিনি এর আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তে মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইরি বাংলাদেশ, ন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী পড়ানোর সাথে সাথে ধান গবেষণার একটা ভিত্তি তৈরি করতে হবে। পাশাপাশি আমি ব্রি’সহ সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আমাদের কী নেই তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যা আছে তাই দিয়েই চলতে হবে। আর সারা বাংলাদেশটাই একটা খামার। এর প্রতিটি জায়গা থেকে শিক্ষা নেয়ার সুযোগ আছে।

কৃষিবিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস’র আইইউবিএটি’তে প্রফেসর হিসেবে যোগদান করায়। তাকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।

কৃষিবিজ্ঞানীর পাশাপাশি জীবন কৃষ্ণ বিশ্বাস দেশের ধানের উন্নয়ন, গবেষণাসহ নানা বিষয় নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছেন যা জাতীয় গণমাধ্যমে নিয়মিত প্রকাশ হয়েছে। এছাড়া তিনি ধান নিয়ে একাধিক গবেষণা কার্যক্রম সম্পাদন করেছেন।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ
এগ্রিফার্মস২৪/জেডএইচ