ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “কৃষকদের উৎপাদন খরচ লাঘবের উদ্দেশ্যে ডিএপি সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
এর ফলে, কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। আর ডিলার পর্যায়ের প্রতি কেজির দাম ২৩ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২০১৪ সালে ডিএপি সারের দাম ডিলার পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে ২৩ টাকা নির্ধারণ করেছিলো সরকার।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ