তিমির পেটে ২২০ পাউন্ড আবর্জনা

609

তিমি

স্কটল্যান্ডের উত্তর-পূর্বের লুসকেন্টায়ার সমুদ্র সৈকতে বিশালাকারের মৃত এক তিমি উদ্ধার করা হয়েছে। এসময় তিমিটির পাকস্থলি থেকে বিভিন্ন ধরনের প্রায় একশ কেজি আবর্জনা পাওয়া যায়।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার (৩০ নভেম্বর) স্পার্ম প্রজাতির ২০ টন ওজনের এ তিমিটির মরদেহ উদ্ধার করেন স্কটিশ মেরিন অ্যানিমেল স্ট্রেন্ডিংস স্কিমের (এসএমএএসএস) কর্মীরা। উদ্ধারের প্রায় ৪৮ ঘণ্টা আগে তিমিটির মৃত্যু হয় বলে মনে করছেন তারা।

উদ্ধারের পর মৃত তিমিটির ময়নাতদন্ত করে এর পাকস্থলি থেকে ২২০ পাউন্ড (৯৯.৭৯ কেজি) আবর্জনা পাওয়া যায় বলে জানান এসএমএএসএস’র কর্মীরা।

প্লাস্টিকের কাপ, গ্লাভসসহ প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম এবং রশির বান্ডেল ও মাছ ধরার জালের খণ্ডিত অংশ ইত্যাদি বিভিন্ন আবর্জনা তিমিটির পেটে বলের আকারে জড়িয়ে ছিল বলে জানান উদ্ধারকর্মীরা।