হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫০ টাকা

662

হিলিতে পেঁয়াজের দাম কমতে

কয়েক দিন বাড়তি থাকার পর দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মাত্র তিনদিনের ব্যবধানে দেশী, আমদানি ও ভারতীয় পেঁয়াজের দাম খুচরা ও পাইকারিতে কেজিপ্রতি কমেছে ৪০-৫০ টাকা  পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় এবং আমদানি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে।

গতকাল সরেজমিন হিলি বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, দেশীয় নতুন পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি ১১০১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, যা তিনদিন আগে ১৭০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি আমদানি করা চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা তিনদিন আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।আর দেশীয় পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০- ৭০ টাকা কেজি দরে।

 হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোকছেদুর রহমান ও মাহবুর রহমান বলেন, এক কেজি পেঁয়াজ ২২০ টাকা পর্যন্ত কিনতে হয়েছে। অনেকে বাড়তি দামের কারণে পেঁয়াজ খাওয়া এক রকম বাদ দিয়েছিল।

এছাড়া ১৩ ডিসেম্বর ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হলে সাধারণ মানুষের জন্য আরো সুবিধা হবে।