পেঁয়াজ চাষে ঝুঁকছে রংপুর অঞ্চলের চাষিরা

316

পেঁয়াজ চাষ

পেঁয়াজ চাষে ঝুঁকছে রংপুর অঞ্চলের চাষিরা। ভালো দামের আশায় পেঁয়াজ চাষে তাদের এই আগ্রহ। পেঁয়াজ চাষীরা ইতোমধ্যে ফসলের উচ্চ মূল্য পাওয়ায় জন্য অধিক পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

কেউ কেউ সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষের দিকে ঝুঁকেছেন। তবে ফসল ঘরে তোলার সময় পেঁয়াজের আমদানি বন্ধ ও পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। পেঁয়াজ আবাদে কৃষকদের পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সরবরাহ সংকটে সারাদেশে আকাশচুম্বী হয়ে উঠেছে পেঁয়াজের দাম। দেশে দীর্ঘ সময় আলোচনায় রয়েছে  পেঁয়াজ। পেঁয়াজের যোগান দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে।

 আচমকা ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় পেঁয়াজ সংকটের কবলে পড়ে দেশ। এনিয়ে সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা চাহিদা মোতাবেক পেঁয়াজ দেশেই উৎপাদন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিভিন্ন ফোরামে। ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরকে পেঁয়াজের আবাদ বাড়ানোর নির্দেশও দেয়া হয়েছে। কৃষি দপ্তরগুলোর পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহী করে তোলা ও পেঁয়াজের উচ্চ মূল্যের কারণে রংপুর অঞ্চলের ৫টি জেলার কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত বছর রংপুর অঞ্চলের ৫ জেলা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে পেঁয়াজের আবাদ হয়েছিল ৬ হাজার ১৪২ হেক্টর জমিতে। চলতি মৌসুমে (২০১৯-২০) পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে।