৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ

445

টিসিবি

টিসিবির পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান পেঁয়াজের দাম বৃদ্ধির পর থেকেই ন্যায্য মূল্যে সাধারণ গ্রাহকদের কাছে পেঁয়াজ বিক্রি করে আসছে। শুরুতে দাম বেশি থাকলের আস্তে আস্তে তা কমতে শুরু করেছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, তারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

‘পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ সোমবার থেকে ৩৫ টাকায় বিক্রি হবে। দাম নিয়ন্ত্রণে আমরা রাজধানীতে আমদানিকৃত পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করতাম,’ বলেন তিনি।

 টিসিবির বাজার পর্যবেক্ষণ অনুযায়ী- প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ রোববার বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকায় এবং স্থানীয় বাজারে পেঁয়াজ ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর এর দাম বাড়তে শুরু করে। পরে অন্যদেশ থেকে আমদানি এবং স্থানীয় পেঁয়াজ বাজারে আসার পর দাম কমতে শুরু করেছে।