শীতকালে গরুর খামার গরম ও মশামুক্ত রাখবেন যেভাবে

994

Gafargaon-news-AZHAR-03-08-800x445
আমাদের দেশে গবাদিপশু পালন একটি লাভজনক পেশা। গবাদিপশু তথা গরু পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তবে গবাদিপশু পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শীতের ঠাণ্ডা ও মশার আক্রমণ। আসুন জেনে নেই শীতকালীন গরুর খামার গরম ও মশামুক্ত রাখার কৌশল সম্পর্কে-

গরুর খামার গরম ও মশামুক্ত রাখার কৌশল:

প্রয়োজনীয় উপকরণ:

১। ১০ কেজি গোবর।

২। ৫০০ গ্রাম নিমপাতা গুড়া।

৩। ১ কেজি দোকানের ফেলে দেয়া চা পাতা।

৪। ১ কেজি ইউক্লিপ্টাস এর পাতার পাউডার।

৫। কাঠের গুড়া ২.৫ কেজি।

ব্যবহারের নিয়ম:

১। উপরোক্ত সকল উপাদন পরিমান মত মিশিয়ে মন্ড করতে হবে।

২। এরপর ছোট ছোট ডু তৈরী করে রোদে শুকাতে হবে।

৩। এরপর একটি মাটির পাত্রে গোবরের তৈরি করা ডু গুলো সারিবদ্ধভাবে রাখতে হবে।

৪। এরপর খড়কুটা দিয়ে মাটির পাত্রে আগুন জ্বালাতে হবে যাতে আগুন ডু গুলোতে লাগে।

৫। এরপর গোবরের তৈরী ডু গুলোতে আগুন ধরলে উপরের ডু গুলো হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে।

৬। এমনভাবে ভেজাতে হবে যেন সারা রাত আস্তে আস্তে ডু গুলো শুকাবে আর তুষের আগুনের মত জ্বলবে সাথে ধোয়াও হবে।

৭। প্রতিদিন এমন পরিমান ডু ব্যাবহার করতে হবে যাতে সারা রাত খামারে নিভু নিভু আগুন থাকে। এতে খামার মশা মুক্ত থাকবে আবার গরমও থাকবে।

সতর্কতা:

১। আগুন থেকে গবাদিপশুকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।

২। আগুন যেন কোথাও লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩। সম্ভব হলে রাতে মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৬জানু২০২০