ছাগলের মাচার সঠিক মাপ ও তৈরিতে যা করবেন

1509

maxresdefault-5-696x391
ছাগলের মাচা বা বাসস্থান ছন, গোল পাতা, খড়, টিন বা ইটের তৈরি হতে পারে। তবে ঘরের ভিতর বাঁশ বা কাঠের মাচাঁ তৈরি করে তার উপর ছাগল রাখতে হবে।

মাচাঁর উচ্চতা 1.0 মিটার {3.50 ফুট}

মাচাঁ থেকে ছাদের উচ্চতা 1.8-2.4 মিটার (6-7.50) ফুট হবে।

গোবর বা চনা পড়ার সুবিধার্থে বাঁশের চটা বা কাঠকে 1 সেঃ মিঃ ফাঁকা রাখতে হবে।

মাচাঁর নিচ থেকে সহজে গোবর ও চনা সরানোর জন্য ঘরের মেঝে মাঝ বরাবর উঁচু করে দুই পার্শ্বে ঢালু (2%) রাখতে হবে।

মেঝে মাটি হলে সেখানে পর্যাপ্ত বালি মাটি দিতে হবে। ছাগলের ঘরের দেয়াল, মাচাঁর নিচে অংশ ফাঁকা এবং মাচাঁর উপরের অংশ “এম, এম, ফ্লাক্সিবল” নেট হতে পারে।

বৃষ্টি যেন সরাসরি না ঢুকে সে জন্য ছাগলের ঘরের চালা 1.0-1.5মিঃ (3.50-4 ফুট) ঝুলিয়ে দেয়া প্রয়োজন।

শীতকালে রাতের বেলায় মাচাঁর উপর দেয়ালকে চট দিয়ে ঢেকে দিতে হবে।

শীতের সময় মাচাঁর উপর 9-11 সেঃ মিঃ {3-4} ইঞ্চি পুরু খড়ের বেডিং বিছিয়ে দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২২জানু২০২০