যেভাবে সরিষার খৈল দিয়ে গাছের জন্য হরলিক্স তৈরি করবেন

5602

82865324_2481605461968367_1625744829201776640_n
আমরা যেমন আমাদের সন্তানদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার দেই তেমনি আমাদের ছাদে কিংবা বারান্দাতে লাগানো গাছ এর ও মাঝে মাঝে পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন হয়। কিন্তু বেচারা গাছ তা বলতে পারে না। আমাদের নিজে থেকে বুঝে নিতে হয়।প্রশ্ন হল কীভাবে বানাবো গাছের জন্য পুষ্টিকর খাবার ? গাছের জন্য ও কি হরলিক্স হয় কিনা ? হয় হয় গাছের জন্য ও হয়।সরিষা খৈল গাছের জন্য হরলিক্স এর মতো কাজ করে । গাছের বৃদ্ধিতে সাহায্য করে থাকে।এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন আছে।কিভাবে তৈরি করবো এই হরলিক্স? আজ আমরা জেনে নিব কিভাবে এই সরিষার খৈল কে সঠিক ভাবে ব্যবহার করতে পারি আমাদের গাছের জন্যঃ

পদ্ধতি ১

# প্রথমে সরিষার খৈল গুঁড়ো করে নিতে হবে।
# তারপর টবের মাটি নিড়ানির মাধ্যমে খুঁড়ে নিতে হবে।
# ছোট গাছ হলে মূল থেকে ৩০সে.মি দূরে আর বড় গাছ হলে মূল থেকে ৬০ সে.মি দূরে এক চামচ সরিষার খৈল গুঁড়ো প্রয়োগ করতে হবে।
# এভাবে সরিষার খৈল মাসে একবার ব্যবহার করতে হবে।

পদ্ধতি ২

# প্রথমে ২৫০গ্রাম সরিষার খৈল নিতে হবে।
# তারপর এতে ৫ লিটার পানি মেশাতে হবে।
# ১০-১২ দিন ভিজায়ে রাখতে হবে।
#২/৩ দিন পর পর নাড়া দিতে হবে।
# তার পর ভিজানো পানি ছেকে গাছের গোঁড়াতে ঢেলে দিতে হবে ।
# মনে রাখতে হবে যে মিশ্রণটি প্রখর রোদে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
# মিশ্রণটি ব্যবহারের ২ ঘণ্টা পূর্বে গাছে পানি প্রয়োগ করতে হবে।

পদ্ধতি ৩

# প্রথমে সরিষার খৈল গুঁড়ো করে নিতে হবে।
# তারপর সরিষার খৈল এর সমপরিমাণ মাটি গুঁড়ো করে তার সাথে মিশাতে হবে।
# তারপর মিশ্রণটি রোদে ৭ দিন শুকাতে হবে।
# এ প্রক্রিয়ায় এক মাস পর পর ব্যবহার করা যায়

ফার্মসএন্ডফার্মার/১ফেব্রু২০২০