গরুর খামার করার পূর্বে গরু বাছাই প্রক্রিয়ায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমাদের দেশে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই গবাদিপশু পালন করা হয়ে থাকে। গবাদিপশুর খামার করার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ও বাছাই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই গরুর খামার করার পূর্বে গরু বাছাই প্রক্রিয়ায় করণীয় সম্পর্কে-
খামার করার পূর্বে গরু বাছাই প্রক্রিয়ায় করণীয়ঃ
প্রাথমিকভাবে খামার করতে প্রয়োজনীয়ঃ
যে কোনো কিছু গড়তে সবার আগে প্রয়োজন প্রাথমিক প্রস্তুতি। এ প্রস্তুতির ওপর নির্ভর করে যে কোনো কাজের সফলতার ও ব্যর্থতা। ডেইরি ফার্ম গড়ে তুলতে প্রয়োজন আর্থিক সঙ্গতি, অভিজ্ঞতা ও গরুর নিরাপদ আশ্রয়।
প্রথমেই বিশাল ফার্ম তৈরিতে হাত না দিয়ে ছোট পরিসরে কাজে হাত দেয়া ভালো। ৫ থেকে ৬টি গরু নিয়ে যাত্রা করে আস্তে আস্তে ফার্মকে সম্প্রসারণ করাই উত্তম। ২টি গরুর জন্য একজন দক্ষ লোক নিয়োগ করা গেলে ভালো। তবে খেয়াল রাখতে হবে লোকটির গরুর যত্ন নেয়ার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা।
খামার করতে বাছাই প্রক্রিয়াঃ
গবাদিপশু বিশেষ করে গরুর খামার গড়ে তোলার জন্য নিজ এলাকায় সবচেয়ে উত্তম। তবে এক্ষেত্রে প্রয়োজন গরুর উন্নত জাত বাছাই। উন্নত জাতের গরু বাছাই না করলে সারা বছর ফার্মে রোগবালাই লেগে থাকবে। ভালো জাতের গরুর পাশাপাশি খামারে পর্যাপ্ত ঘাস, খৈল বিচালির ব্যবস্থা রাখতে হবে। ডেইরি খামার গড়ে তোলার পরপরই দুধ বিক্রির জন্য প্রচারণা চালাতে হবে।
ফার্মসএন্ডফার্মার/২ফেব্রু২০২০