আমের হপার পোকা সম্পর্কে অনেকেই জানে না। আমাদের দেশের সবচেয়ে সুস্বাধু ফল হচ্ছে আম। এই আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। তাই আমকে রোগমুক্ত রাখতে হয়। চলুন জেনে নেই আমের হপার পোকা ও তার প্রতিকার সম্পর্কে।
আমের হপার পোকা আক্রমণের লক্ষণ
ফুল আসার সময় এই পোকাটি সবচেয়ে বেশি ক্ষতি করে ।
ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছের বাকলের কোটরে লুকিয়ে থাকে এর পর সক্রিয় হয়।
কচি ডগা ও মুকুলের রস চুষে খায়, মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে যায়।
নিম্ফগুলো রস চোষার সাথে সাথে আঠালো মধুরস নিঃসরণ করে যা মুকুল ও গাছের পাতায় আটকে গিয়ে মুকুলের পরাগায়ন প্রক্রিয়া
ব্যাপকভাবে বিঘ্নিত করে।
মধুরসে শুটি মোল্ড ছত্রাক জন্মে কাল হয় ও পাতার সালোক সংশ্লেষন ব্যহত হয়।
মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এদের প্রকোপ বেশী হয়।
প্রতিকার
বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করলে হপারের প্রাদুর্ভাব প্রায় ৩০-৮০ শতাংশ কমে যায়।
গাছে মুকুল আসার পূর্বে ১ম বার, আম মটর দানার মত হলে ২য় বার এবং মার্বেল দানার মত হলে ৩য় বার অনুমোদিত কীটনাশক স্প্রে করা।
সাইপারমেথ্রিন ১০ ইসি (রিপকর্ড)=১মিঃলিঃ/ লিঃ পানি স্প্রে।
ডেল্টামেথ্রিন ২.৫ ইসি-ডেসিস = ১মিঃলিঃ/ লিঃ পানি স্প্রে।
ফার্মসএন্ডফার্মার/১২ফেব্রু২০২০