এ বছর অতিতের সকল ভয়াবহ রেকর্ড ভাঙতে পারে বজ্রপাত

1005

lightning

বজ্রপাত! আসছে গ্রীস্মকাল আর এই সময় মানেই বজ্রপাত, আর বর্তমানে তো বজ্রপাত আমাদের দেশে যেকোনো ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের চেয়েও বেশি প্রানহাণী ঘটাচ্ছে।

বাংলাদেশে একমাত্র আমরাই bwot weather আপনাদের প্রতিমাসে বজ্রপাত এর মানচিত্র সহ বিস্তারিত প্রতিবেদন ও বজ্রপাত এর পুর্বাভাস দিয়ে থাকি, এবছরও ইনশাআল্লাহ আমরা আপনাদের বজ্রপাত এর পুর্বাভাস দেওয়ার চেস্টা করবো।
এখন পর্যন্ত আমরা গবেষণা করে বুঝতে পেরেছি, এবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত, সবচেয়ে বেশি হতেযাচ্ছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাগুরা, যশোর, গাজীপুর, সুনামগঞ্জ, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, নবাবগঞ্জ, বগুড়া, নাটোর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিলেট, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, খাগড়াছড়ি, রাজবাড়ী,সাতক্ষিরা, খুলনা,গোপালগঞ্জ নরসিংদী ও এর পার্শবর্তী এলাকায় একপ্রকার ভয়াবহ তীব্র বজ্রপাত হতেপারে।

আসলে বাতাসে সোলার এক্টিভিটি বেশি, অতি মাত্রায় পরিবেশ দূষন ও ভুঅভ্যন্তরিন কিছু কারনে বজ্রপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমরা ধারণা করছি এবছর বজ্রপাত বাংলাদেশের অতিতের সকল ভয়াবহ রেকর্ড ভাংতে পারে।
বিস্তারিত আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ ( প্রধান আবহাওয়া গবেষক বেসরকারি আবহাওয়া তথ্য কেন্দ্র, টোনা, নড়াইল বাংলাদেশ।
( আবহাওয়ার খবর – weather news)

ফার্মসএন্ডফার্মার/১৪ফেব্রু২০২০