গাভীর বাচ্চা প্রসবের সময় বোঝার উপায় আমরা অনেকেই জানি না। আমাদের দেশে গবাদিপশু তথা গাভী পালন একটি লাভজনক পেশা। গাভী পালন করে বর্তমান সময়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। গাভী পালনের ক্ষেত্রে বাচ্চা প্রসব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই গাভীর বাচ্চা প্রসবের সময় বোঝার উপায় সম্পর্কে-
গাভীর বাচ্চা প্রসবের সময় বোঝার উপায়ঃ
অনেক সময়, বিশেষ করে নতুন খামারীরা গাভী কখন বাচ্চা দিবে বা কখন প্রসব বেদনা উঠে তা বুঝতে পারেন না। গাভী বাচ্চা প্রসব করার পূর্বে কিছু লক্ষণ দেখা দেয় তা নিচে দেওয়া হল-
১। গাভীর মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে।
২। গাভী বারবার উঠা বসা করবে।
৩। গাভীর ওলান ফুলে উঠে আকার বাড়তে থাকে এবং লেজের গোড়ার দুপাশে গর্তের মত আকার স্পষ্ট হবে।
৪। যোনীমুখ দিয়ে সাদা তরল আঠালো পদার্থ বের হতে দেখা যাবে।
৫। যোনীমুখ বড় হয়ে ঝুলে যাবে এবং নরম ও ফোলা ফোলা হয়ে যাবে।
৬। যোনী পথ দিয়ে পানির থলি বেরিয়ে আসবে।
৭। গাভীর যোনী পথ দিয়ে বাছুরের সামনের দুপা ও মুখ এক সঙ্গে বেরিয়ে আসবে।
উপরোক্ত লক্ষণগুলি দেখে আমরা বুঝতে পারি যে গাভীর বাছুর প্রসব করার সময় হয়েছে কিনা এবং সে অনুযায়ী পরবর্তী প্রস্তুতি গ্রহণ করতে পারি।
ফার্মসএন্ডফার্মার/২২ফেব্রু২০২০