দেশের শীর্ষস্থানীয় প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নারিশ এর দ্বি বার্ষিক পরিবেশক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ার জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এ পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাফেজ আবুল কালাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার সামিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সাইফুল আরেফিন খালেদ।
তিনি বলেন, পোল্ট্রিকে নিয়ে তাদের ভাবনা সেইফ ফুড, ইমপোর্ট- এক্সপার্ট নিয়ে বলেন, সোনালী মুরগির নানা দিক নিয়ে আলোচনা করেন। ব্রয়লার কে নিয়ে ব্যাপক ভাবে কাজ করার কথা বলেন ব্রয়লারের এখনো ভাল ফিউচার আছে। পরিচালক সামসুল আরেফিন খালেদ কোম্পানীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হাসান খালেদ। Farmers First স্লোগান নিয়ে কোম্পানীর যাত্রা শুরু হয়ে দেশের প্রানিজ আমিষের উৎস হিসেবে এ সেক্টরের উন্নয়নে নারিশ সর্বদা খামারীদের পাশে থাকবে বলে আশা বাদ ব্যক্ত করেন।
এসএমএ হকের সঞ্চলনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক বৃন্দ, এজেন্ট বৃন্দ, কোম্পানীর কর্মকর্তা বৃন্দ ,সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা পরিবেশক বৃন্দ দের পুরস্কৃত করা হয়।
ফার্মসএন্ডফার্মার/২৩ফেব্রু২০২০