আম ফেটে যাওয়া রোধে যা করবেন

369

87375560_1380805505425754_2852638057331425280_n

আম স্বাদে গুনে অতুলনীয় তাই আমকে ফলের রাজা বলা হয়। তাছাড়া বানিজ্যিভাবে আম চাষে অনেক উদ্যোক্তাই এখন এগিয়ে আসছেন। দেশের কৃষি অর্থনীতিতে আমের একটি বড় অবদান রয়েছে। তাই আম চাষে বিভিন্ন রকম সমস্যাগুলিকে সফলভাবে মোকাবেলা করা প্রয়োজন।

আম চাষে নানা সমস্যার মধ্যে একটি হলো আম ফেটে যাওয়া। বিভিন্ন কারণে আম ফেটে যেতে পারে। কারণসমূহ হচ্ছে জাতগত বৈশিষ্ট্য (যেমন-আশ্বিণা), বোরণ সারের অভাব, মাটিতে রসের হঠাৎ হ্রাস-বৃদ্ধি ইত্যাদি।

প্রতিকারঃ মাটিতে জৈব সার (গোবর/সরিষার খৈল) প্রয়োগ করতে হবে। ফেটে যাওয়া প্রতিরোধী জাতের চাষাবাদ করা। গুটির আকার মটর দানার মত হলে দশ লিটার পানিতে ৬ গ্রাম হারে বোরিক এসিড স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে।

ফার্মসএন্ডফার্মার/০৭মার্চ২০