বাজারে নতুন উৎপাদিত পেঁয়াজ, শঙ্কিত কৃষক

396

download
বেশ কিছুদিন পেঁয়াজের ঘাটতিতে আকাশছোঁয়া দামের পর অবশেষে দেশের বিভিন্ন জেলার বাজারগুলো পেঁয়াজে সয়লাব হয়ে গেছে। এতে দাম কমে আসছে দ্রুত। তবে এ পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা খুশি হলেও মূল্য না পাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।

বিভিন্ন বাজারে উঠেছে বিপুলসংখ্যক পেঁয়াজ। হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়া দেখে সবাই হতবাক হয়ে গেছেন।

ঝিনাইদহ জেলার বাজারগুলো দেখে অনেকেই এখন একে পেঁয়াজের নগরী বলে মন্তব্য করছেন। শতশত ভ্যান ,নসিমন, করিমন, ইজিবাইক, বাইসাইকেল এ করে বাজারে পিয়াজ নিয়ে এসেছে সাধারণ কৃষকেরা।

এক সপ্তাহ আগেও পেঁয়াজ মণ বিক্রি হয়েছে দুই থেকে আড়াই হাজার টাকা। তবে গতকাল বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা মণ।

এত কমদামে পেঁয়াজ বিক্রি হওয়ায় ক্রেতাদের মুখে হাসি থাকলেও বিক্রেতা কৃষকদের মুখে বিষণ্ণতার ছাপ দেখা গেছে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে এবং কৃষকেরা তাদের উৎপাদন খরচ তুলতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন।

ফার্মসএন্ডফার্মার/১৩মার্চ২০