গরমে ব্রয়লারের ফ্লোরস্পেস ও ঘরের জায়গা বৃদ্ধি করবেন যেভাবে

404

download

গরম এলেই খামারীরা ভয়ে ভয়ে থাকেন কখন যেন তার কষ্টের ব্রয়লারগুলো একিউট হার্ট ফেইলর বা হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায়। গরমে ব্রয়লারের হার্ট এ্যাটাক হবার কারনে তারা ব্রয়লারের ওজন বৃদ্ধি করতে ভয় পান আবার বর্তমান পরিস্থিতিতে ছোট বা কম ওজনের মুরগী বিক্রয় করলে লোকসানের পরিমান বেড়ে যায়। এমন উভয় সংকটে গরমকালে অনেকেই স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক মুরগী খামারে তোলে। কিন্তু দেখা যায় অনেকেই এই সংখ্যার মাঝে কোন হিসাব করে না। নিচে গরমে মুরগী তোলার ক্ষেত্রে একটি হিসাব দিলাম। এটি মাথায় রেখে আপনাদের খামারের ক্ষেত্রফল হিসেব করে মুরগী তুলবেন। তাহলে গরমে অনাকাক্ষিত মর্টালিটি রোধ করা সম্ভব।

গরমে মুরগী প্রতি ফ্লোর স্পেসঃ

১৫০০ গ্রামের মুরগীর জন্যঃ ১.২২ বর্গফুট/মুরগী
১৭৫০ গ্রামের মুরগীর জন্যঃ ১.৪০ বর্গফুট/মুরগী
২০০০ গ্রামের মুরগীর জন্যঃ ১.৬০ বর্গফুট/মুরগী
২২২৫ গ্রামের মুরগীর জন্যঃ ১.৮০ বর্গফুট/মুরগী
২৫০০ গ্রামের মুরগীর জন্যঃ ২.০০ বর্গফুট/মুরগী

তাছাড়া গরমকালে ঘরের জায়গা বৃদ্ধি করারও একটি নিয়ম আছে। সঠিক নিয়মে ঘরের জায়গা বৃদ্ধি করলে মুরগীর কাক্ষিত বৃদ্ধি নিশ্চিত করা যায় পাশাপাশি গরমের কারনে ধকল পরে না।

গরমে ঘরের জায়গা বৃদ্ধি করার পদ্ধতিঃ

৫০০ বাচ্চার জন্য ১ টি ব্রুডার হিসেব ধরেঃ

১-২ দিনঃ ১২ ফুট ব্যাসের গোলাকার ব্রুডার বানাতে হবে।

৩-৪ দিনঃ ২ ফুট বৃদ্ধি করে ১৪ ফুট ব্যাসের গোলাকার ব্রুডার বানাতে হবে।

৫-৭ দিনঃ আরোও ২ ফুট বৃদ্ধি করে ১৬ ফুট ব্যাসের গোলাকার ব্রুডার বানাতে হবে।

৭ দিন পর গোলাকার ব্রুডার সরিয়ে দিয়ে ফ্লোরে মুরগী ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে-

৮-১০ দিনঃ ঘরের ৫০% বা পুরো ঘরের অর্ধেক জায়গা দিতে হবে।

১১-১৪ দিনঃ ঘরের ৭৫% বা পুরো ঘরের ৪ ভাগের ৩ ভাগ জায়গা দিতে হবে।

১৫-শেষ দিনঃ ঘরের ১০০% বা পুরো ঘর ছেড়ে দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৪মার্চ২০