ভুট্টার রোগ এবং প্রতিকার

1407

84225475_2761741780570254_25122273031618560_n
ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী। এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার চাষ হয়। ভুট্টা চাষ করে আমাদের দেশের অনেক চাষীরা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। আবার অনেকে না বুঝে চাষ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর অন্যতম প্রধান কারণ ভুট্টার রোগ-বালাই ও পোকামাকড়। এজন্য ভুট্টা চাষের সময় খেয়াল রাখতে হবে-
ভুট্রা ক্ষেতে বিভিন্ন ধরণের রোগের লক্ষণ:
১। পাতা ঝলসানো রোগঃ আক্রান্ত গাছের নীচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্নের দানা দেখা যায় এবং পরবর্তিতে গাচের উপরের অংশে ছড়িয়ে পড়ে। রোগের প্রকোপ বেশী হলে পাতা আগাম শুকিয়ে যায় ও মরে যায়।

২। কান্ড পচা রোগঃ রোগের আক্রমনে প্রাথমিক লক্ষণ হিসাবে গাছের কাণ্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙ্গে পড়ে। খরিপ মৌসুমে এই রোগ বেশী হয়। এছাড়া জমিতে নাইট্রোজেনের পরিমান বেশী হলে ও পটাশের পরিমান কম হলে এই রোগ হতে পারে।
৩। মোচা ও দানা পচা রোগঃ আক্রান্ত মোচার খোসা ও দানা বিবর্ন হয়ে সমস্ত মোচা পচে যায়। দানা পুষ্ট হয় না, কুচকে অথবা ফেটে যায়। মোচাতে দানার উপর বা মাঝে খালি চোখে ছত্রাক দেখা যায়। গাছে মোচা আসা থেকে পাকা পর্যন্ত বৃষ্টিপাত বেশী হলে এ রোগের আক্রমন বেশী হয়।

ভুট্রা ক্ষেতে বিভিন্ন ধরণের রোগের প্রতিকার:
১। পাতা ঝলসানো রোগঃ টিল্ট ২৫০ ইসি- রোগের লক্ষন দেখা মাত্রই প্রতি ১০ লিটার পানিতে ১০ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।
২। কান্ড পচা রোগঃ স্কোর ২৫০ ইসি, ০.৫ এম এল ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

৩। মোচা ও দানা পচা রোগঃ টিল্ট ২৫০ ইসি, ০.৫ এম এল ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৫মার্চ২০