সাবান দিয়ে ঘ‌রেই তৈ‌রি করুন ‘হ্যান্ড ওয়াশ’

1427

90203636_1406621816177456_8421678668358615040_n
মানু‌ষের শরী‌রের সব‌চে‌য়ে জীবাণু যুক্ত অঙ্গ হ‌চ্ছে হাত দু‌টো । প্র‌তি‌নিয়ত হাত দিয়েই আমা‌দের প্রাত্যা‌হিক জীব‌নের সকল কাজ কর্ম করা হয় । আর তাই হাত কেই প‌রিষ্কারমিশ্রনটি এবং জীবাণু মুক্ত রাখা সব‌চে‌য়ে বে‌শি জরু‌রি । বে‌শির ভাগ মানুষই প‌রিষ্কারক হি‌সেবে সাবান কেই বেছেনেয় । কিন্তু বারবার একই সাবান দিয়ে হাত প‌রিষ্কার করা হ‌লে কখ‌নোই তা সম্পূর্ন জীবাণু মুক্ত হয় না বরং একই সাবা‌নের ব্যবহারের ফ‌লে জীবাণু সংক্র‌মিত হয় মানু‌ষের শরী‌রে। তাই হাত পরিষ্কার করার নির্ভর যোগ্য উপাদান হল হ্যান্ড ওয়াশ ।

বাজা‌রে বি‌ভিন্ন ব্রা‌ন্ডের বি‌ভিন্ন সুগ‌ন্ধি যুক্ত হ্যান্ড ওয়াশ রি‌ফিল প্যাক এবং বোতলে কিন‌তে পাওয়া যায়. .

‌কিন্তু আপ‌নি চাই‌লে ঘ‌রে থাকা জি‌নিস দি‌য়েই তৈ‌রি ক‌রে নি‌তে পা‌রেন নি‌জের পছন্দের হ্যান্ড ওয়াশ ।

চলুন শি‌খে নিই কিভা‌বে হ্যান্ড ওয়াশ তৈ‌রি কর‌তে হ‌বে ।

যা যা লাগ‌বে :

১। ‌সেভলন/ ডেটল সাবান ১২৫ গ্রাম।
২। পানি ১ লিটার।
৩। এক‌টি প‌রিষ্কার ‌বোতল।
৪। গ্লিসারিন।

‌যে ভা‌বে তৈ‌রি কর‌বেন :

প্রথ‌মে সাবান কেটে টুকরা করে নিন। এক‌টি ব্লেন্ডার মেশিনে কিছুটা প‌রিমানে পানি নি‌য়ে তা‌তে টুকরা করা ‌সেভলন বা ডেটল সাবান ভা‌লো ক‌রে ব্লেন্ড করে মিশিয়ে নিন । মিশ্রনটি ৩০ মিনিট রেখে দিন। ২ টেবিল চামচ গ্লিসারিন ভাল ভাবে মিশিয়ে নিন। এক‌টি প‌রিষ্কার বোত‌লে মিশ্রনটি ঢে‌লে নিন। ব্যাস তৈ‌রি হ‌য়ে গেল হ্যান্ড ওয়াশ

ফার্মসএন্ডফার্মার/২৫মার্চ২০