আমের গুটিতে আশাবাদী কৃষক

556

10_206413
এবারের মরসুমে আমের রাজধানী খ্যাত রাজশাহীতে আমের গাছে থোকায় থোকায় এসেছে আমের মুকুল। চলতি মরসুমে রাজশাহীতে ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এরই মধ্যে চাষিরা ব্যস্ত সময় পার করছেন আমের মুকুল পরিচর্যায় কেননা এ সময় আমের মুকুল ধরে রাখতে না পারলে আমের কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভবপর হবে না।

রাজশাহী জেলার পবা উপজেলার চাষিরা জানিয়েছেন গত মরসুমের চেয়ে এ মরসুমের ফলন ভাল হয়েছে। যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না আসে তাহলে এবারের আমের উৎপাদনে লাভবান হতে পারবেন বলে আশাবাদী চাষিরা।

পবা উপজেলার আম চাষি সাদ্দাম বলেন, এখন পর্যন্ত যে গুটি এসেছে তা ভালোই। পোকা যেন না লাগে সেজন্যে কিটনাশক প্রয়োগ করেছি।আশাকরছি এবার আমের উৎপাদন প্রত্যাশামতোই হবে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়াতে আমের জন্যে ভালোই হয়েছে। আম গাছের পাতা থেকে ধুলা-ময়লাগুলো পরিষ্কার হয়েছে। এছাড়া বৃষ্টির পর রোদ হওয়ায় ক্ষতিকর কীটপতঙ্গ থেকে কিছুটা সুরক্ষিত হয়েছে। আর এখন বৃষ্টি হলে গুটির কোনো ক্ষতি হবে না। প্রয়োজনীয় পরামর্শ ও সুযোগ সুবিধা চাষিদের দেয়া হচ্ছে বলে তিনি যোগ করেন।

ফার্মসএন্ডফার্মার/২৫মার্চ২০