চৈত্র মাসে ধানের যত্ন নেবেন যেভাবে

365

91913222_2632247283657592_348726394970177536_n
প্রকৃতিতে এখন বিরাজ করছে চৈত্র মাস। কৃষকের ব্যস্ততার সময়। অথচ করোনা আতঙ্কে কর্মহীন হয়ে আছে কৃষকরা। কিন্তু কৃষির কাজ-কর্মের শেষ বলে তো কিছু নেই। এ মাসে রবি শস্য ও গ্রীষ্মকালীন ফসলের কাজ একসঙ্গে করতে হয়। তাই সুযোগ পেলে ধানের যত্ন নিন এভাবে-

১. জমিতে ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ থেকে সতর্ক থাকুন।
২. পোকা দমনের জন্য ঘরের কাছের ক্ষেত নিয়মিত পরিদর্শন করুন।
৩. সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষেত বালাইমুক্ত করতে পারেন।
৪. এতে প্রতিহত না হলে কীটনাশক সঠিক সময়ে, সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
৫. পাতা পোড়া রোগ হলে পরিমাণমতো পটাশ সার উপরিপ্রয়োগ করুন।
৬. জমির পানি শুকিয়ে ৭-১০ দিন পর আবার সেচ দিতে হবে।

৭. দেরিতে রোপিত চারা ৫০-৫৫ দিন হলে ইউরিয়ার শেষ কিস্তি উপরিপ্রয়োগ করতে হবে।
৮. ধানক্ষেতে গুটি ইউরিয়া দিয়ে থাকলে ইউরিয়া সারের উপরিপ্রয়োগ করতে হবে না।
৯. সার দেওয়ার আগে জমির আগাছা পরিষ্কার করে জমি থেকে পানি সরিয়ে দিতে হবে।
১০. সালফার ও দস্তার অভাব থাকলে শতাংশপ্রতি ২৫০ গ্রাম সালফার ও ৪০ গ্রাম দস্তা দিতে হবে।
১১. ধানের থোড় আসা থেকে শুরু করে দুধ আসা পর্যন্ত ক্ষেতে ৩-৪ ইঞ্চি পানি ধরে রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/৩০মার্চ২০