জেনে নিন, কত দিনে ধান উৎপাদন করা যায়

3012

ধানের বৃদ্ধি স্তর।( Growth Stages of Rice)

ধানের বৃদ্ধিকাল = অঙ্গজ বৃদ্ধি – জাতভেদে বিভিন্ন + প্রজননকাল = ৩৫ দিন + পরিপক্ককাল – ৩০ দিন

যদি ১০০ দিনের জাত হয় তাহলে বৃদ্ধিকালের বন্টন হবে- ৩৫ + ৩৫ + ৩০

যদি ১৩০ দিনের জাত হয় তাহলে বৃদ্ধিকালের বন্টন হবে- ৬৫ + ৩৫ + ৩০

স্তর- ০ অংকুরোদগম শুরু থেকে চারা উদগমন

স্তর-১ বীজতলায় চারা অবস্থা

স্তর-২ কুশি পর্যায়

স্তর-৩ কান্ড বৃদ্ধি

স্তর-৪ কাইচ থোর অবস্থা

স্তর- ৫ শীষ উদগমন

স্তর- ৬ ফুল ফোটা

স্তর- ৭ দুধ অবস্থা

স্তর- ৮ মন্ড বা ডাফ অবস্থা

স্তর-৯ পরিপক্ক অবস্থা

দৈহিক বৃদ্ধি পর্যায় :

১। চারা পর্যায় থেকে প্রথম কুশি অবস্থা-৩০ দিন।

২। রিকোভারী পর্যায় ৭-১০ দিন।

৩। কুশি পর্যায় ৪৫- ৬০ দিন।

জনন পর্যায়:

১। কাইছ থোর অবস্থায় ১০ দিন।

২। গর্ভাবস্থায় ১০ দিন।

৩। শীষ উদগমন ও ফুল ফোটা অবস্থায় ১০ দিন।

পরিপক্ক পর্যায়:

১। দুধ অবস্থায় ১০ দিন।

২। মন্ড বা ক্ষীর অবস্থায় ১০ দিন।

৩। পরিপক্ক অবস্থায় ১০ দিন।

ফার্মসএন্ডফার্মার/১৮এপ্রিল২০