সবজি ক্ষেতে সবচেয়ে বেশি যে উপকারী পোকাটি লেডী বার্ড বিটল

1483

সবজি ক্ষেতে সবচেয়ে বেশি যে উপকারী পোকাটি দেখা যায় তা হলো লেডী বার্ড বিটল। দেখতে খুব সুন্দর বলে এদের চাষিরা বলে ‘সুন্দরী পোকা’। অন্য নাম ‘ডাইল পোকা’। বিভিন্ন প্রজাতি ও নানা রঙের লেডী বার্ড বিটল সবজি ক্ষেতে দেখা যায়।

কমলা, লাল, হলুদ, ঢেউ কাটা, ডোরা কাটা, ফোঁটা যুক্ত ইত্যাদি চেহারায় এদের দেখা যায়। পূর্ণাঙ্গ পোকা গোলাকার, আধাভাঙ্গা মটর ডালের মত, উজ্জল রঙের। দেহের আকার ৫-৭ মিলিমিটার। দিনের বেলা এরা অধিক সক্রিয় থাকে।

জাব পোকা ও অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র পাতা শোষক পোকা যেমন সাদা মাছি, জ্যাসিড, মাকড় ইত্যাদি শিকার করে খায়। পূর্ণাঙ্গ পোকার চেয়ে বাচ্চা বেশি সক্রিয়।

ফার্মসএন্ডফার্মার/০১জুন২০