আমের এনথ্রাকনোজ বা ফোসকা রোগ দূর করবেন যেভাবে

2107

রোগের নাম : আমের এনথ্রাকনোজ বা ফোসকা রোগ

রোগের স্থানীয় নাম : পঁচাড়ি রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : গাছের পাতা, কান্ড, মুকুল ও পরে বাদামি রঙের দাগ পড়ে। এ রোগে আক্রান্ত মুকুল ঝরে যায়, আমের গায়ে কালচে দাগ পড়ে এবং আম পচে যায়।আক্রান্ত ছোট আম কালো হয়ে ঝরে পড়ে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল , সম্পূর্ণ গাছ

ব্যবস্থাপনা :
মুকুলে আক্রমন প্রতিহত করতে হলে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ২ গ্রাম/লি হারে ভালভাবে স্প্রে করতে হবে। মুকুল ১০-১৫ সে মি লম্বা হলেই প্রথম স্প্রে করতে হবে, এর পর আম মোটর দানার মত হলে আর একবার স্প্রে করতে হবে। বাড়ন্ত আমকে রোগমুক্ত রাখতে হলে আম সংগ্রহের ১৫ দিন আগ পর্যন্ত ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক ১.৫০গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। গাছ থেকে আম পাড়ার পরেই গরম পানিতে (৫৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিট ) ডুবিয়ে রাখার পর শুকিয়ে গুদামজাত করতে হবে, তাহলে আম জীবানুমুক্ত হবে এবং রোগাক্রান্ত হয়ে থাকলে রোগ মুক্ত হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

আম বড় হওয়ার সময় ঘন ঘন বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া বিরাজ করলে এই রোগ দেখা দেয়ার সাম্ভাবনা থাকে।
আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে পুড়ে ফেলতে হবে। রোগাক্রান্ত পাতা ও ঝরেপড়া ফল সংগ্রহ করে পুড়ে অথবা পুঁতে ফেলতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৩জুন২০