নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি করবেন যেভাবে

2696

নিম খৈল একটি কার্যকারী জৈব সার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। জৈব বালাইনাশক হিসেবে নিমের নির্যাস রাসায়নিক কীটনাশকের চেয়ে সস্তা, কার্যকর এবং পরিবেশ বান্ধব বিধায় রোগবালাই দমনে নিমের পাতা, ফল, খৈল ও তেল ব্যবহার অত্যন্ত উপকারী। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে জৈব বালাইনাশক হিসেবে নিমের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি নিয়ে আলোচনা করব।

উপকরণ:

নিমের খৈল ২০০ গ্রাম।
পানি ১ লিটার থেকে সামান্য বেশি। (১০০ মিলির মত)
সাবান গুড়া/ ডিটারজেন্ট পাউডার ১০ গ্রাম।

বালাইনাশক প্রস্তুত প্রণালী :

প্রথমে ২০০ গ্রাম নিমের খৈল ১ লিটার পানিতে যে কোন মাটির পাত্রে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ১২ ঘন্টা পরে খৈল পানির সাথে খুব ভালকরে চটকে নিতে হবে। তারপর ঐ পানির সাথে ১০ গ্রাম ডিটারজেন্ট পউডার মিশিয়ে ফেলতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে কয়েকবার ছেঁকে স্প্রে করতে হবে।

কার্যকারীতা:

উক্ত কীটনাশকটি ৫-৭ দিন পর পর প্রয়োগে যে কোন পোকা দমনে বিশেষ কার্যকারী এবং উপকারী পোকার উপস্থিতি বাড়াতে সহায়ক।

বিঃদ্রঃ

১/ কীটনাশকটি সন্ধার পর গাছে প্রয়োগ করতে হবে।
২/ নিমের খৈলের তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না।
৩/ স্প্রে করার ক্ষেত্রে মিশ্রন টি কয়েক বার ছেঁকে নিতে পারেন।

লেখকঃ মো: মাহফুজুর রহমান

ফার্মসএন্ডফার্মার/০৬জুন২০