পুইশাকের পাতায় লাল পোড়া দাগ হওয়া রোগের প্রতিকার

1928

পুইশাক এর খুব কমন একটা রোগ হলো পাতায় লাল পোড়া দাগ যা পুইশাক এর বাজারমূল্য হ্রাস করে কৃষককে ক্ষতিগ্রস্ত করে। এই রোগ Cercospora leaf spot নামে পরিচিত যা Cercospora beticola নামক ছত্রাক এর আক্রমণে হয়। রোগটি মূলত বীজ বাহিত। বাতাস, বৃষ্টি ও সেচের পানি দ্ধারা রোগটির জীবাণুর বিস্তার ঘটে থাকে। এ রোগ হলে প্রথমে পাতায় ছোট ছোট স্পট বা দাগ দেখা যায়। পরবর্তীতে দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে। এক সময় পুরো পাতায় দাগ ছড়িয়ে পড়ে। তখন পাতার গুনগত মান নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে পুরো গাছ মরে যায়

প্রতিকারঃ

# এই ধরনের আক্রমণ দেখা মাত্রই আক্রান্ত পাতা তুলে ফেলতে হবে এবং মাটির নিচে পুতে ফেলতে হবে বা পুরিয়ে ফেলতে হবে।

# মাটিতে বীজ লাগানোর পূর্বে বীজ শোধন করে নিলে এর আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এজন্য ভিটাভেক্স ২০০ wp বা প্রভেক্স ২০০ প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

# আক্রমণ দেখা গেলে কপার জাতীয় ছত্রাকনাশক (চ্যাম্পিয়ন ৭৭ wp, সানভিট ৫০ wp, সালফক্স ৫০ wp, কুপ্রাভিট, কুপ্রোক্স ইত্যাদির যেকোন একটি প্রতি লিটার পানিতে @ এক গ্রাম/মিলি) বা কার্বান্ডাজিম বা মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে ৭-১০ দিন পর পর কমপক্ষে ৩ বার। বৃষ্টির সময় স্প্রে করলে সাথে খুব সামান্য ডিটারজেন্ট পাউডার মিশিয়ে স্প্রে করলে ঔষধ পাতার সাথে লেগে থাকবে।

#বিশেষ দ্রষ্টব্য: ছত্রাকনাশক ব্যবহারের আগে অবশ্যই খাওয়ার উপযোগী পাতা উঠিয়ে নিতে হবে। স্প্রে করার এক সপ্তাহ পর খাওয়ার জন্য পাতা সংগ্রহ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৬জুন২০