বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। তবে বায়োফ্লকে মাছ চাষের জন্য পানি ব্যবস্থাপনা ও ফ্লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো মাছ বা চিংড়ি চাষ বা বায়োফ্লক প্রজেক্ট করার আগে পানির উৎস কী হবে এবং তার গুণাগুণ বা ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
পানির উৎস: গভীর নলকূপ, সমুদ্র, নদী, বড় জলাশয়, লেক, বৃষ্টি ইত্যাদির পানির গুণ ও মান ভালো থাকলে ব্যবহার করা যায়।
পানি তৈরি: প্রথমে ট্যাংক ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর নির্বাচিত পানির গুণাগুণ পরীক্ষা করে পানি দিতে হবে।
মাছ চাষে পানির গুণাবলি: বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য পানির কিছু গুণাবলি দরকার-১. তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস২. পানির রং হবে সবুজ, হালকা সবুজ, বাদামি৩. দ্রবীভূত অক্সিজেন ৭-৮ মিলিগ্রাম বা লিটার৪. পিএইচ ৭.৫-৮.৫৫. ক্ষারত্ব ৫০-১২০ মিলিগ্রাম বা লিটার৬. খরতা ৬০-১৫০ মিলিগ্রাম বা লিটার৭. ক্যালসিয়াম ৪-১৬০ মিলিগ্রাম বা লিটার৮. অ্যামোনিয়া ০.০১ মিলিগ্রাম বা লিটার৯. নাইট্রাইট ০.১-০.২ মিলিগ্রাম বা লিটার১০. নাইট্রেট ০-৩ মিলিগ্রাম বা লিটার১১. ফসফরাস ০.১-৩ মিলিগ্রাম বা লিটার১২. এইচটুএস ০.০১ মিলিগ্রাম বা লিটার১৩. আয়রন ০.১-০.২ মিলিগ্রাম বা লিটার১৪. পানির স্বচ্ছতা ২৫-৩৫ সেন্টিমিটার১৫. পানির গভীরতা ৩-৪ ফুট১৬. ফলকের ঘনত্ব ৩০০ গ্রাম বা টন১৭. টিডিএস ১৪,০০০-১৮,০০০ মিলিগ্রাম বা লিটার১৮. লবণাক্ততা ৩-৫ পিপিটি।
পানিতে ফ্লক তৈরি: প্রথম ডোজে ৫ পিপিএম প্রোবায়োটিক, ৫০ পিপিএম চিটাগুড়, ৫ পিপিএম ইস্ট, পানি প্রতি টনের জন্য ১ লিটার, একটি প্লাস্টিকের বালতিতে অক্সিজেন সরবরাহ করে ৮-১০ ঘণ্টা কালচার করে প্রয়োগ করতে হবে। ২য় দিন থেকে ১ পিপিএম প্রোবায়োটিক, ৫ পিপিএম চিটাগুড়, ১ পিপিএম ইস্ট, প্রতি টনের জন্য ১ লিটার পানি দিয়ে উপরের সময় ও নিয়মে কালচার করে প্রতিদিন প্রয়োগ করতে হবে।
কার্যক্রম পর্যবেক্ষণ: পানিতে যথাযথ পরিমাণ ফ্লক তৈরি হলে-১. পানির রং সবুজ বা বাদামি দেখায়২. পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায়৩. পরীক্ষা করলে পানি অ্যামোনিয়া মুক্ত দেখায়৪. প্রতি লিটার পানিতে ০.৩ গ্রাম ফ্লকের ঘনত্ব পাওয়া যাবে৫. ক্ষুদিপানা দেওয়ার পর তাদের বংশ বিস্তার পরিলক্ষিত হয়।
ট্যাংক নির্মাণ: প্রথমে গ্রেড রড দিয়ে ট্যাংকের বৃত্তাকার খাঁচাটি তৈরি করতে হবে। যে স্থানে ট্যাংকটি স্থাপন করা হবে; সেখানে খাঁচার পরিধির সমান করে সিসি ঢালাই দিতে হবে। বৃত্তের ঠিক কেন্দ্রে পানির একটি আউটলেট পাইপ স্থাপন করতে হবে। এরপর খাঁচাটিকে ঢালাই মেঝের উপর স্থাপন করে মাটিতে গেঁথে দিতে হবে। মেঝের মাটি শক্ত ও সমান হলে ঢালাইয়ের পরিবর্তে পরিধির সমান করে পুরু পলিথিন বিছিয়েও মেঝে প্রস্তুত করা যায়। এরপর উন্নতমানের তারপুলিন দিয়ে সম্পূর্ণ খাঁচাটি ঢেকে দিতে হবে। তার ওপর পুরু পলিথিন দিয়ে আচ্ছাদিত করে তাতে পানি মজুদ করতে হবে।
এরেটর পাম্প: বায়োফ্লক ট্যাংকে সার্বক্ষণিক অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য একটি এরেটর পাম্প স্থাপন করতে হবে। ৬ ফুট ব্যাসার্ধের এবং ৪ ফুট উচ্চতার একটি ট্যাংকে প্রায় ৩০ হাজার শিং মাছ চাষ করা যাবে।
যোগাযোগ: এ ব্যাপারে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন নিকটস্থ উপজেলা মৎস্য দফতরে। সেখান থেকে সার্বিক সহযোগিতা দেবেন উপজেলা মৎস্য কর্মকর্তারা।
ফার্মসএন্ডফার্মার/১৭জুন২০