ছাগল পালনের সুবিধা সম্পর্কে জেনে নিন

484

ছাগল আমাদের দেশের গুরুত্বপূর্ণ পশুসম্পদ। দেশের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস। বেকার সমস্যা বা দারিদ্র্য কমাতে মাংস উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ছাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাগল পালন লাভজনক ব্যবসাও হতে পারে। তাহলে জেনে নিন ছাগল পালনের সুবিধা সম্পর্কে-

সুবিধা: ছাগল পালনের অনেক রকম সুবিধা রয়েছে। যেমন-

১. ছোট প্রাণি হিসেবে খাবার তুলনামূলক অনেক কম।
২. লালন-পালনের জন্য কম জায়গা প্রয়োজন।
৩. মূলধন সাধারণ মানুষের সামর্থের মধ্যে থাকে।
৪. গবাদিপশুর তুলনায় ছাগলের রোগ-বালাই কম।

৫. কম সময়ে বেশি সংখ্যক বাচ্চা পাওয়া যায়।
৬. বছরে দুইবার বাচ্চা প্রসব করে, প্রতিবারে গড়ে ২-৩টি বাচ্চা হয়।
৭. দেশে-বিদেশে ব্ল্যাক ছাগলের চামড়া, মাংস ও দুধের চাহিদা আছে।
৮. ছাগলের দুধ যক্ষ্মা ও হাঁপানি রোগ প্রতিরোধক বলে জনশ্রুতি আছে।
৯. ছাগল ভূমিহীন ক্ষুদ্র ও মাঝারি চাষিদের অতিরিক্ত আয়ের উৎস।

ফার্মসএন্ডফার্মার/২২জুন২০