পটল গাছের ফল হলুদ হওয়া সমস্যা সমাধান করবেন যেভাবে

3129

ছত্রাকের সমস্যা: খুব বেশি বৃষ্টি ও বর্ষাকালে এইধরনের সমস্যা দেখা যায় ব্যাপকভাবে, কাণ্ড ও ফলের সংযোগ স্থানে স্থানে ছত্রাকের এর আক্রমণ হয়, অতএব একটি ফাংগিসাইড বা ছত্রাকনাশক দিলেই ভালো ফল পাওয়া যায়, (উদাহরণস্বরূপ:- নেটিভ, রেডোমিল্ড গোল্ড, ম্যানকোজেব)

কৃত্তিম পরাগমিলন: পটল গাছের পরাগমিলন সময় অনেক ধরনের সমস্যা দেখা যায়, তাই উপযুক্ত ফলন হয়না ,সাধারণত এই ধরনের আক্রমণ দুর্বল গাছের উপর বেশি হতে পারে, (ক) কৃত্রিম ভাবে পরাগমিলন, বা হাত পরাগমিলন করতে হবে। কিভাবে কৃত্তিম পরাগমিলন করতে হবে জেনে নিন।

অনুখাদ্য: বোরোন ২ গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে।

সোনামাছি: পটলের ফলে সোনামাছি বা বিঁদপোকার আক্রমণ খুব হয় তার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে :- 6295562983 নাম্বারে ফোন করে ফেরোমন ফাঁদ ওডার দিন

পোকার আক্রমণ: কখনো কখনো জাসিড ও অনান্য পোকা ঐই সংযোগ স্থানে রস চুষে খায়, ফলে ঐ স্থান থেকে সাদা আঠা বের হয়, ফলে এমন হতে পারে, এখেত্রে একটি সিস্টেমিক ইনসেকটিসাইট দিতে হবে।

জৈব সারপ্রয়োগ: চাষবাস করার সময় :- মাটি তৈরি জন্য ভালো করে জৈব সার প্রয়োগ করতে হবে, এবং পুরুষ গাছের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

ফার্মসএন্ডফার্মার/০১জুলাই২০