জেনে নিন কিভাবে এক দিনের বাচ্চার মান নির্ণয় করবেন

460

এখানে তিন ধরনের বাচ্চার মান নিয়ে কথা বলবো।
১. খুব ভাল বা excellent
২. ভাল বা acceptable
৩. খারাপ বা cull

#রিফ্লেক্সঃ
আপনার খামারে তোলা এক দিনের বাচ্চাগুলো সক্রিয় না কি তা পরীক্ষা করে দেখা উচিত।
এক্ষেত্রে বাচ্চাগুলোকে উল্টিয়ে দিতে হবে।

যদি বাচ্চাগুলো ৩ সেকেন্ডের মাঝে সোজা হয়ে দাড়াতে পারে তবে বাচ্চাগুলো খুব ভাল।

আর যদি উল্টিয়ে দেবার পর সোজা হয়ে দাড়াতে ৪-১০ সেকেন্ড সময় নেয় তবে বাচ্চাগুলো ভাল।

আর যদি সোজা হয়ে দাড়াতে ১০ সেকেন্ডের বেশী সময় নেয় তবে বাচ্চাগুলো খারাপ।

#নাভীঃ
বাচ্চার নাভী দেখেও মান নির্নয় করা যায়।

যে বাচ্চাগুলো খুব ভাল সেগুলোর নাভী পরিষ্কার, শুকনো ও নাভীমুখ বন্ধ থাকবে।

ভাল বাচ্চাগুলোর নাভীমুখ বন্ধ থাকবে কিন্তু মনে হবে নাভীতন্তু (আম্বিলিকাল কর্ড) যেন ঘসে তুলে ফেলা হয়েছে।

খারাপ বাচ্চার ক্ষেত্রে নাভীমুখ খোলা থাকবে, নাভীতন্তু লেগে থাকবে ও বিবর্ন হয়ে যাবে, ব্লাক বাটন পাওয়া যাবে।

#পাঃ
খুব ভাল বাচ্চার ক্ষেত্রে পা গুলো পরিষ্কার ও উজ্জ্বল-চকচকে হবে।

ভাল বাচ্চার ক্ষেত্রে পা গুলো কিছুটা শুষ্ক ও ধূসর হবে।

খারাপ বাচ্চার ক্ষেত্রে বাচ্চার পা গুলো অত্যাধিক শুকনো হবে এবং পায়ে অবস্থিত শিরাগুলো স্পষ্ট বুঝা যাবে।

#হক_জয়েন্টঃ
খুব ভাল বাচ্চার ক্ষেত্রে হক জয়েন্ট বা হাটু পরিষ্কার ও ত্রুটিমুক্ত হবে।

ভাল বাচ্চার ক্ষেত্রে হক জয়েন্ট কিছুটা লালচে হবে।

খারাপ বাচ্চার ক্ষেত্রে হক জয়েন্ট অত্যাধিক লালচে বা রক্তিম হবে।

মুল লেখাঃ cobb vantress

অনুবাদঃ ডাঃ শুভ দত্ত

ফার্মসএন্ডফার্মার/২৫আগস্ট২০