কোন রোগ ভাল হতে কত দিন লাগে
কোন রোগ ভাল হতে কত দিন লাগে এবং কোন রোগ একবার হলে ফার্ম থেকে সহজে দূর করা যায় না
কোন রোগ ভাল হতে কত দিন লাগে(মিক্স ইনফেকশন হলে কিছু কম বেশি হবে)
১। এ ই(এনসেফালাইটিস) লেয়ারে হলে ১৪দিনের মধ্যে প্রডাকশন ঠিক হয়ে যায়.বাচ্চাতে হলে ৭দিনের মধ্যে ঠি হয়ে যায়।
২। আই বি ১ -৩মাস (৪০% এর ক্ষেত্রে ভাল হয় না),বাচ্চাতে হলে ৫০% এর বেশি মারা যায়।
৩। মেরেক্স ১-৬ মাস(৫০ সপ্তাহের পর এমনি ভাল হয়ে যায়)
৪।করাইজা ১-৩ সপ্তাহ
৫।এ আই ১-২ সপ্তাহ( এলাকা এবং স্ট্রেইন ভেদে কম বেশি হতে পারে)
৬।নেক্রোটিক এন্টারাইটিস ৫-১০দিন
৭।ই ডি এস ১ -২মাস
৮।পক্স ২-৪ সপ্তাহ
৯। আই বি এইচ ৭-১০দিন
১০।গাম্বোরো ৪-৬ দিন
১১। আই এল টি ১-২ সপ্তাহ কোন কোন সময় ৪ সপ্তাহ
১২।স্টাফাইলোকক্কাস ১-২ মাসঈফিমোরাল হেড নেক্রোসিস হলে)
১৩।আমাশয় ৫-৭দিন (সঠিক চিকিৎসা না হলে ১০দিনও লাগতে পারে)
১৪ । লিউকোসিস ১-৪ মাস
১৫।রানিক্ষেত ৭-১০দিন কোন কোন সময় বেশি লাগতে পারে,অনেক সময় ফার্ম খালি হবার আগ পর্যন্ত মরে.১-২ মাস ক্রনিক ফর্মে হলে।টিকা না দিলে।
১৬।রিও ২-৩ সপ্তাহ
১৭।পেঠে পানি জমা ১-৪ সপ্তাহ ব্রয়লারে হয়
১৮ ।টাইটার উঠতে লাগে ১৪দিন
3।কোন রোগ এক মুরগি থেকে আরেক মুরগিতে ছড়ায় না
নিউমোনিয়া
4.কোন রোগের চিকিৎসা কমার্শিয়াল মুরগিকে না করে মুরগির বাবা মাকে করা উচিত।
রিও
আই বি এইচ
এন্সেফালোমাইয়েলাইটিস
5. সব ফার্মে পাওয়া যায় কোন রোগ
সালমোনেলোসিস
মাইকোপ্লাজমোসিস
আমাশয়
মাইকোটক্সিকোসিস
ই -কলাই
6.কোন রোগ বার বার ফিরে আসে।
কলেরা
করাইজা
এ আই
7 কোন রোগ রিপিড হয় না
পক্স
এন্সেফালোমায়েলাইটিস
8.কোন রোগ একবার হলে ফার্ম থেকে সহজে দূর করা যায় না
পক্স
মেরেক্স
গাম্বোরো
কলেরা
আমাশয়
এ আই
এন ডি
9.কোন রোগে ওজন কমে যায়
স্টেফাইলোক্কোসিস
রিও
আমাশয়
মেরেক্স
এন্টারাইটিস
মাইকোটক্সিন
10.কোন রোগকে সবাই ভয় পায় এবং মর্টালিটি ০-১০০% হতে পারে
এ আই
রানিক্ষেত
১১।কোন রোগের প্রতিরোধ এবং চিকিৎসা ব্রিডারে করা উচিত
সালমোনেলা,মাইকোপ্লাজমা,মেরেক্স,লিউকোসিস
১২।কোন রোগ একবার হলে মুরগি ক্যারিয়ার হিসাবে কাজ করে আবার কোন টি ক্যারিয়ার হিসাবে কাজ করে না।
ক্যারিয়ার হিসাবে কাজ করে
মাইকোপ্লাজমা
কলেরা
সালমোনেলা
মেরেক্স
করাইজা
আই এল টি
কক্সিডিওসিস
ক্যারিয়ার হিসাবে কাজ করে না
রানিক্ষেত
আই বি ডি
এ আই
১৪।পার একিউট/একিঊট হয়ে মর্টালিটি হয় কোন রোগ
কলেরা
টাইফয়েড
রানিক্ষেত
গাম্বোরু
এ আই
মেরেক্স
নেক্রোটিক এন্টারাইটিস
ফার্মসএন্ডফার্মার/০৯সেপ্টেম্বর২০