গবাদী পশুর ফার্ম লাভজনক করার জন্যে যা করবেন

431

গবাদী পশুর ফার্ম লাভজনক করার উপায়

গবাদী পশুর ফার্ম লাভজনক করার জন্যে করনীয়..
১* খামার করার পূর্বেই সার্বিক বিষয় নিয়ে পরিকল্পনা করতে হবে!
২* কয়েকটি ফার্ম ঘুরে দেখতে হবে,এবং খামারিদের সাথে পরামর্শ
করতে হবে!

৩* সম্ভব হলে প্রশিক্ষন নিতে হবে!
৪* যতটুকু সম্ভব আধুনিক উপায়ে বাসস্থান তৈরি করতে হবে!
৫* সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে!
৬* যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে!
৭* ফার্মে যথাসম্ভব উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে!
৮* পর্যাপ্ত মূলধনের নিশ্চয়তা!
৯* উন্নত জাত সংগ্রহ করতে হবে/জাত দ্রুত উন্নয়ন করতে হবে!
১০* যথাসম্ভব কম মূল্যে কেনার চেষ্টা করতে হবে!
১১* ফার্ম সবসময় পরিষ্কার রাখতে হবে!

১২* পশুকে প্রতিষেধক টিকা দিতে হবে!
১৩* কৃমি/অন্যান্য পরজীবী যেগুলো আছে,তা নিয়ন্ত্রণ করতে হবে!
১৪* শ্রমিক নিয়োগ প্রয়োজন হলে,সৎ ও দক্ষ লোক নিয়োগ!
১৫* ফার্ম এবং পশুর সকল তথ্য সংগ্রহে রাখতে হবে!
১৬* সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে!
১৭* যতটুকু সম্ভব কম মূল্যে মানসম্মত খাদ্যের চেষ্টা করতে হবে!
১৮* কোনো রোগ হলে সঠিক ভাবে তা নির্নয় এবং সঠিক চিকিৎসা দিতে হবে!

১৯* ফার্ম সম্পর্কে বিজ্ঞাপন/প্রচার করতে হবে!
২০* ভালো বাজার নির্বাচন এবং বাজারজাত যথাসময় করতে হবে!
২১* ফার্মের অপ্রয়োজনীয় উৎপাদন(গোবর,বিষ্ঠা) এগুলো ব্যবহার/বিক্রির ব্যবস্থা করতে হবে! ইনশাআল্লাহ,আশা করা যায় এগুলো যথাযথভাবে লক্ষ্য রাখলে ভালো লাভ করা সম্ভব।

ফার্মসএন্ডফার্মার/১২সেপ্টেম্বর২০