পেঁপের ভাইরাসজনিত পাতা কুচকানো রোগ।
লক্ষণঃ
এ রোগ হলে গাছে কুচকানো ও কোঁকড়ানো পাতা দেখা দেয়। গাছের বৃদ্ধি থেমে যায়।
ব্যবস্থাপনাঃ
১। ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা।
২। ভাইরাসমুক্ত বীজ বা চারা ব্যবহার করা।
৩। জাব পোকাও সাদা মাছি এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
ফার্মসএন্ডফার্মার/১৩সেপ্টেম্বর২০