কক ও সোনালী মুরগি কোন সময় কত খাবার ও পানি খাবে এবং ওজন কত তা মনে রাখার সহজ পদ্ধতি

5743

কক ও সোনালী মুরগি কোন সময় কত খাবার ও পানি খাবে এবং ওজন কত তা মনে রাখার সহজ পদ্ধতি

কক ও সোনালীর তুলনামূলক আলোচনাঃ

সোনালীতে মর্টালিটি বেশি হয় কিন্তু ককের মর্টালিটি কম হয়।

ওজন ও ককের বেশি প্রায় ১০০-১৫০ গ্রাম ( সমান খাবার খেয়ে)

কারণ সোনালীতে ইনব্রিডিং হয় এবং ব্রিডারের ব্যবস্থাপনা ভাল না কিন্তু ককের ইনব্রিডিং হয় না এবং ব্রিডারের ভাল ব্যবস্থাপনা আছে।

সোনালী ৬০-৬৫ দিনে ৭০০-৮০০ গ্রাম আসে আর কক ৮০০-৯০০ গ্রাম হয়।খাবার হাজারে ৪০বস্তা।

কক প্রতি সপ্তাহে প্রায় ১০০গ্রাম করে ওজন বাড়ে ।

সোনালী গড়ে ৮০- গ্রাম করে বাড়ে তবে ১ম দিকে ৫০ গ্রাম বাড়ে পরে ১২০গ্রাম করে বাড়ে গড়ে ১০০গ্রাম করে বাড়ে।

রেডি সোনালীর দাম রেডি ককের চেয়ে ৫ -১৫টাকা বেশি হয়।যদি সোনালীর দাম কমে যায় এবং ককের ওজন ৮০০ গ্রাম বা বেশি হয় তাহলে ককের দাম সোনালী থেকে প্রতি কেজিতে ১০-১৫টাকা কম হয়।ওজণ বেশী হলে দাম কম হয়।নরমালি ৮০০গ্রাম ওজনের চাহিদা বেশি।

তবে ককের বাচ্চার দাম সোনালীর চেয়ে কম থাকে প্রায় অর্ধেক।

ককের হিসাবঃ১০০০ কক

খাবার(বস্তা) ও পানি ১০০০ ককের জন্য প্রতি সপ্তাহের গড় হিসাবে। আর ওজন ও খাবার(গ্রাম) প্রতি ককের জন্য প্রতি সপ্তাহের গড় হিসাবে।

খাবারকে কেজিতে নিয়েও বের করা যায়।এতে প্রতি কক না হয়ে হবে হাজারে ।

সপ্তাহ ওজন/কক খাবার খাবার/কক পানি

১ ১০০ ৫ বস্তা ১৫গ্রাম ৩০লি

২ ২০০ ৮ বস্তা ২৫গ্রাম ৫০লি

৩ ৩০০ ১১ বস্তা ৩২গ্রাম ৬৪লি

৪ ৪০০ ১৪ বস্তা ৩৬ গ্রাম ৭২লি

৫ ৫০০ ১৭বস্তা ৪০ গ্রাম ৮০লি

৬ ৬২৫ ২২ বস্তা ৪৪ গ্রাম ৮৮লি

৭ ৭৫০ ২৭ বস্তা ৪৮ গ্রাম ৯৬লি

৮ ৮৫০ ৩২ বস্তা ৫২ গ্রাম ১০২

৯ ৯০০-১০০০গ্রাম ৩৮-৪০ বস্তা ৫৬ গ্রাম ১১২লি

৩ সপ্তাহ থেকে একটা সূত্র মেনে ও আমরা খাবার ও পানি বের করতে পারি যেমন

সপ্তাহ *৪+২০(সোনালী ও কক ২ টার জন্যই প্রযোজ্য)

৩ সপ্তা ৩*৪+২০ঃ৩২গ্রাম প্রতি মুরগি তাহলে ১০০০ মুরগি ৩২কেজি,পানি ৬৪লি

৪ সপ্তাহে হবে ৪*৪+২০ঃ৩৬গ্রাম প্রতি মুরগি,১০০০ মুরগির জন্য হবে ৩৬কেজি,পানি ৭২লিটার

৫ সপ্তাহে ৫*৪+২০ঃ৪০গ্রাম পানি ৮০লিঃ

৬ সপ্ত ৬*৪+২০ঃ৪৪গ্রাম,পানি ৮৮লিটার

৭ সপ্তাহে ৭*৪+২০ঃ৪৮ গ্রাম প্রতি মুরগির জন্য আর ১০০০ মুরগির জন্য ৪৮কেজি।পানি ৯৬লি

তেমনি ৮ সপ্তাহে ৮*৪+২০ঃ৫২গ্রাম ,পানি ১০৪লিটার

৯ সপ্তাহে ৯*৪+২০ঃ৫৬গ্রাম আর পানি ১১২ লিটার

পানি হবে খাবারের দ্বিগুণ ।তবে আব হাওয়া অনুযায়ী কম বেশি হতে পারে।আমি স্ট্যান্ডার্ড টা দিয়েছি।

কককে একেক জন একেক খাবার দেয় কেউ ব্রয়লার,কেউ সোনালী,কেউ ককের খাবার,কেউ লেয়ার।

ব্রয়লারের খাবার ধরে হিসেব করা করা হয়েছে।

ব্রয়লারে ওজ ন বেশি আসে কিন্তু আমাশয় ও নেক্রোটিক এন্টারাই্সটি হবার সম্বাবনা বেশি।

ওজন বের করার পদ্ধতিঃ

বয়স যত সপ্তাহ ওজন তত হবে যেমন ৫ সপ্তাহে ৫০০গ্রাম

৬ সপ্তাহে ৬০০গ্রাম

৯ সপ্তাহে ৯০০ গ্রাম।

পানি খাবারের দ্বিগুণ ।

খাবার বের করার পদ্ধতিঃ

১-৫ সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে ১ হাজারে ৩ বস্তা করে খাবার বাড়বে আর সপ্তাহে মুরগি প্রতি খাবার বাড়বে ২০ গ্রাম করে

৬ সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে ১ হাজারে ৫ বস্তা করে খাবার বাড়বে আর সপ্তাহে মুরগি প্রতি খাবার বাড়বে ৪০ গ্রাম করে

সোনালী মুরগির হিসেবঃ

বয়স ওজন খাবার হাজারে খাবার পানি

১ সপ্তা ৮০ গ্রাম ৫বস্তা ১২ কেজি ২৪লি

২ ১৫০ ৮বস্তা ২০ কেজি ৪০লি

৩ ২২৫ ১১ বস্তা ২৮কেজি ৫৬লি

৪ ৩০০ ১৪ বস্তা ৩২ কেজি ৬৪লি

৫ ৩৭৫ ১৭ ্ বস্তা ৩৬কেজি ৭২লি

৬ ৪৫০ ২২ বস্তা ৪০কেজি ৮০লি

৭ ৫৫০ ২৭ বস্তা ৪৪ কেজি ৮৮লি

৮ ৬৫০ ৩২ বস্তা ( ৮ সপ্তাহ পর্যন্ত ৩২ বস্তা) ৪৮কেজি ৯৬লি

৯ ৮০০ ৩৮-৪০ বস্তা (৯ সপ্তাহ পর্যন্ত ৩৮-৪০ বস্থা খাবার খাবে) ৫২কেজি ১০৪লি

প্রতি সপ্তাহে গড়ে ৭৫ গ্রাম করে ওজন বাড়ে।

আর ১ম ৫ সপ্তাহ পর্যন্ত সপ্তাহে খাবার বাড়ে ৩কেজি করে ৫ সপ্তাহের পরে বাড়ে সপ্তাহে ৫কেজি করে।(১০০০ সোনালীর জন্য।

হিসেব সহজ এবং মনে রাখার জন্য করার জন্য একটু কম বেশি করেছি।

প্রতি মুরগির জন্য হলে গ্রাম হবে আর ১০০০মুরগির জন্য কেজি হবে।

৩ সপ্তাহ থেকে একটা সূত্র মেনে ও আমরা খাবার বের করতে পারি যেমন

সপ্তাহ *৪+২০(সোনালী ও কক ২ টার জন্য ই প্রযোয্য)

৪ সপ্তাহে হবে ৪*৪+২০ঃ৩৬গ্রাম প্রতি মুরগি ,১০০০ মুরগির জন্য হবে ৩৬কেজি ,পানি ৭২লিটার

৫ সপ্তাহে ৫*৪+২০ঃ৪০গ্রাম পানি ৮০লিঃ

৬ সপ্ত ৬*৪+২০ঃ৪৪গ্রাম ,পানি ৮৮লিটার

৭ সপ্তাহে ৭*৪+২০ঃ৪৮ গ্রাম প্রতি মুরগির জন্য আর ১০০০ মুরগির জন্য ৪৮কেজি।পানি ৯৬লি

তেমনি ৮ সপ্তাহে ৮*৪+২০ঃ৫২গ্রাম ,পানি ১০৪লিটার

৯ সপ্তাহে ৯*৪+২০ঃ৫৬গ্রাম আর পানি ১১২ লিটার

পানি হবে খাবারের দ্বিগুণ ।

এই নিয়ম গুলো ১০০% মিলবে না তবে ৯০% ঠিক আছে।আবহাওয়া ,শীত ,গরম এবং বিভিন্ন সমস্যার কারণ কম বেশি হতে পারে।

সপ্তাহে যে খাবার ও পানি দেখানো হয়েছে তা সপ্তাহের প্রথমে একটু কম খাবে শেষের দিনে বেশি খাবে মানে গড়ে এই পরিমাণই হবে।

এফ সি আর প্রায় ২.২-২.৭

ফার্মসএন্ডফার্মার/২৬সেপ্টেম্বর২০