স্বল্প মূল্যে মাছের খাবার তৈরী করবেন যেভাবে

1671

মাছের খাদ্যে আমিষ উপাদান
হিসাবে

সয়াবীন মিল(৪২-৪৪%আমিষ),
রেপ সিড অয়েল কেক(৩৬% আমিষ),
ফিশ মিল এনালগ(৬২% আমিষ),

ফিশ মিল (গ্রেড-২, আমিষ ৫৪% প্রায়),
সরিষার খৈল
৩২%),

এ্যাংকর ডালের(vetch) খুদ(৩৬% আমিষ),
খেসারীর খুদ(২৯% আমিষ),
মসুরের খুদ(২৪%আমিষ) সহ
বিভিন্ন ডালের খুদ (২৪%) সংযুক্ত করুন।
হজম সুষ্ঠু করার জন্য ২% লবন ও ০.২৫% হারে ভিটামিন প্রিমিক্স সংযুক্ত করুন।
খাদ্যকে উদ্ভিজ্জ আমিষের সমন্বয়ে
সমৃদ্ধ করুন এবং খাদ্যের বাজার মূল্য
কমিয়ে এনে উচ্চ পুষ্টিগুণ নিশ্চিত করুন।
সেই সাথে শ্বেতসার হিসাবে ডি অয়েল্ড
রাইস ব্রান কিংবা ১ নং রাইস ব্রান ব্যবহার করে, ভুটার আটা শ্বেতসারের ৫০% ব্যবহার করুন।
“”যত % আমিষ প্রায় তত টাকা কেজি কিংবা একটু বেশী””
দামে খামারেই মাছের খাবার তৈরী করুন।

ফার্মসএন্ডফার্মার/০৫অক্টোবর২০